নোটিশ

আগামী ১লা রমজান সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে । সংগঠনের সকল সদস্য গণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হল ।

"প্রথম সূর্যের হাসি'র" পরিচিতি

"প্রথম সূর্যের হাসি" একটি শিক্ষামূলক সংগঠন ।এটি একটি  সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর । তাই এই দেশের উন্নয়নে , এই দেশের মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে । নিজের মানসিকতা , দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবাই।
এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী একটি স্বেচ্ছাসেবী  সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে  যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই ২০১৯ সালের ১৫ মার্চ সচেতন তরুণ তরুণীদের সক্রিয় উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন "প্রথম সূর্যের হাসি'র" পদযাত্রা শুরু হয়।

প্রথম সূর্যের হাসি সুবিধাবঞ্চিতদের শিক্ষা,প্রাকৃতিক দূর্যোগে সহযোগীতা হিসেবে বস্ত্রসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড মাদক বা চুরি , ছিনতাইয়ের মতো অপরাধ সম্পর্কে শিশুদের সচেতন করছে শুরু থেকেই, যা সব সময় অব্যাহত থাকবে। 


আমাদের লক্ষ্য :
সমাজের দুঃস্থ ও হত দরিদ্র শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা ।



আমাদের উদ্দেশ্য :

  • সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তোলা করা।
  • প্রাকৃতিক দূর্যোগে সহযোগীতা প্রদান । 
  • বাংলাদেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশে রুপান্তরিত করা।

আমরা কাজ করি :
  • সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতাভুক্ত করা।
  • সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন ভাবে সহযোগীতা করা।
  • পরিবেশ বান্ধব কার্য্যক্রম । 
এ পর্যন্ত আমাদের কার্যক্রম :







এছাড়াও আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে যা  খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।